img

'রাজ্য পর্যটনে নতুন মাত্রা যোগ করবে উইকেন্ড ট্যুরিস্ট হাব'

২৮ জুলাই: আগামী ৩০শে জুলাই উজ্জয়ন্ত প্রাসাদের প্রধান ফটকের সামনে উইকেন্ড টুরিস্ট হাবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শুক্রবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এ খবর জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রতি সপ্তাহের শনি ও রবিবার গ্রীষ্মকালে বিকেল চারটে থেকে রাত নয়টা পর্যন্ত এবং শীতকালে বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে নানা আয়োজন। উইকেন্ড ট্যুরিস্ট হাব চলাকালীন সময়ে শেরওয়ালি সুইটস থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবন চৌমুহনী এবং জ্যাকসন গেইট ট্রাফিক পয়েন্ট পর্যন্ত এলাকাকে নো বেহিক্যাল জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। 
উইকেন্ড টুরিস্ট হাবে পর্যটকদের আকৃষ্ট করার জন্য বেশ কিছু সুযোগ সুবিধা রাখা হবে বলে জানান পর্যটন মন্ত্রী। যার মধ্যে থাকবে সুসজ্জিত ভ্রাম্যমান ফুড স্টল, পর্যটকদের বিনোদনের জন্য উজ্জয়ন্ত প্রাসাদের রাধাসাগরে থাকবে প্যাডেল বোটিং-এর ব্যবস্থা, রাজ্যের ঐতিহ্যবাহী পোশাক ও অলংকার পড়ে ছবি তোলার সুবিধার্থে স্টেট মিউজিয়ামের বাগান এলাকায় থাকবে ফটো কাউন্টার। ৩৬৫ দিনই উজ্জয়ন্ত প্রাসাদ ও স্টেট মিউজিয়াম খোলা রাখা এবং সন্ধ্যায় লাইট অ্যান্ড সাউন্ড সহ প্রদর্শনী ইত্যাদি থাকবে। লাইট অ্যান্ড সাউন্ড প্রদর্শনীতে প্রাপ্তবয়স্কদের প্রবেশ মূল্য ১০০ টাকা ও অনূর্ধ্ব ১০ শিশুদের জন্য ৫০ টাকা ধার্য করা হয়েছে। তাছাড়া পর্যটকদের বিনোদনের জন্য উইকেন্ড টুরিস্ট হাবের ওই দুদিন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে । পর্যটকদের নিরাপত্তার জন্য থাকবে যথেষ্ট পরিমাণে মহিলা ও পুরুষ পুলিশের ব্যবস্থা, ওয়াচ টাওয়ার থেকে পর্যবেক্ষণ ও সিসি ক্যামেরার ব্যবস্থা এবং সাদা পোশাকে পুলিশি টহলদারির ব্যবস্থাও থাকবে । উইকেন্ড ট্যুরিস্ট হাব চালু হলে রাজ্য সরকারের রাজস্ব আয়ের পাশাপাশি বেকার যুবক-যুবতীদেরও আয়ের উৎস বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেছেন পর্যটন মন্ত্রী।