১৪ আগস্ট: 'স্বাধীনতা-চোখ খুললে যায় না দেখা, মুদলে পরিষ্কার।' এই বিষয়ে রাজ্যের প্রতিষ্ঠিত ৬ জন বক্তা পক্ষে-বিপক্ষে তাদের যুক্তি পাল্টা যুক্তি তুলে ধরলেন। রবিবার দ্যা ওয়েভ অব ত্রিপুরা আয়োজিত বিতর্ক সভার যুক্তি ও তর্ক আগরতলা প্রেস ক্লাব ছাড়িয়ে ছড়িয়ে পড়ে গোটা রাজ্যেই। পক্ষে বলেন শানিত দেবরায়, সিতাংশু রঞ্জন দে, দেবযানী ঘোষ। বিপক্ষে বলেন ডঃ সুমন্ত চক্রবর্তী, ডঃ কামাল মোস্তফা, ডাঃ গোপা চ্যাটার্জি। মডারেটরের ভূমিকায় ছিলেন শুভ্রজিৎ ভট্টাচার্য।
উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব ডঃ প্রদীপ কুমার চক্রবর্তী ,রাজ্য পুলিশের ডিআইজি কৃষ্ণেন্দু চক্রবর্তী ও সংস্থার মুখ্য উপদেষ্টা ডাঃ রণবীর রায়। অতিথিদের গাছের চারা ও স্বারক দিয়ে বরণ করে নেন দ্যা ওয়েভ পরিবারের সদস্যরা।
বিতর্কতর্ক মানেই সমৃদ্ধ হওয়ার অবকাশ, এককেন্দ্রিক আলোচনায় সীমাবদ্ধ না থেকে, মুক্ত আলোচনার গুরুত্ব অনুধাবন করে নিয়মিত বিতর্ক সভার আয়োজন করে চলেছে ওয়েব পোর্টাল- দ্যা ওয়েভ অব ত্রিপুরা।
অতিথিরা প্রত্যেকেই এই আয়োজনের গুরুত্বের কথা তুলে ধরেন, এবং তার ভুয়সী প্রসংশা করেন। মুখ্য উপদেষ্টা ডাঃ রায় নিয়মিত এধরনের আয়োজন জারী রাখবেন বলে অঙ্গীকার করেন। এবং উপস্থিত দর্শক ও আয়োজন সফল করে তোলার নেপথ্যে যুক্ত সবার প্রতি ধন্যবাদ জানান।