img

ঝড়ের কবলে কোলকাতা থেকে আগরতলা ফেরার পথে ইন্ডিগো বিমান, পাইলটকে কুর্নিশ

 

১৭ সেপ্টেম্বর: মাঝ আকাশে বিমান। ঝড়ের কবলে। যাত্রী সকলের প্রাণ ওষ্ঠাগত। ত্রাহি ত্রাহী রবে কম্পমান প্রত্যেক যাত্রীরাই, যে যার ইষ্টদেবতাকে স্মরণ করছিলেন। সন্ধ্যার ফ্লাইট। কলকাতা থেকে আগরতলায় ফেরার পথে। ফ্লাইট নম্বর ইনডিগো ৬ই৩৪৮। পাইলটের নাম মিস্টার চ্যাটার্জী। মাঝ আকাশে বিমান ঝড়ের কবলে পড়ায় এতটাই ওঠানামা করতে বাধ্য হয়েছিল, অধিকাংশ যাত্রীরা প্রথমবারের মতো প্রচন্ড ভয় মিশ্রিত শঙ্কায় বীভৎস দৃশ্য প্রত্যক্ষ করেছেন। ইষ্ট দেবতার অশেষ কৃপায়, অবশ্যই পাইলট এবং কো-পাইলটের অসাধারণ দক্ষতায় সঠিক সময়ের প্রায় আধ ঘণ্টা পরে হলেও বিমানটিকে স্বাভাবিকভাবে আগরতলাস্থিত মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হয়েছেন। যাত্রীরা প্রত্যেকেই একবার হলেও ঈশ্বরের নাম উচ্চারণ করে সঙ্গে পাইলটকেও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে ঘরে ফিরেছেন। অনেক যাত্রী তো এখনো বাকরুদ্ধ, আকার ইঙ্গিতে বলছেন শরীরে চিমটি কেটে দেখতে আদৌ তারা ঘরে ফিরতে পেরেছেন কিনা।