Oct 28, 2022
২৮ অক্টোবর : হরিয়ানার সুরজকুন্ডতে আয়োজিত কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ'র সভাপতিত্বে দুইদিনব্যাপী চিন্তন শিবিরে অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সাইবার ক্রাইম, ক্রস বর্ডার টেরোরিজম, ড্রাগস পাচার নিয়ন্ত্রণ নিয়ে গৃহমন্ত্রী ওনার মূল্যবান দিক নির্দেশনা দেন। ২০২৪ সালের মধ্যে দেশের সব রাজ্যে এনআইএ-র দফতর খোলা হবে। হরিয়ানার সূরজকুণ্ডে সব রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে চিন্তন শিবিরে ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, মোদি সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে। সন্ত্রাস-দমনেই এজেন্সি গুলিকে আরও শক্তিশালী করা হচ্ছে বলে দাবি অমিত শাহর।
Copyright ©2024 | Wave of Tripura