img

পুলিশ ও নাগরিকের সংযোগ স্থাপনের প্রয়াস কালীপুজো

১৩ ডিসেম্বর: যেকোনো এলাকার শান্তি এবং শৃঙ্খলা নির্ভর করে স্থানীয় পুলিশের উপর, আর স্থানীয়দের সঙ্গে সংযোগ রেখে পুলিশের কাজ করার উদ্দেশ্যে বহু আগে থেকেই 'প্রয়াস' কর্মসূচি পালন করে আসছে রাজ্য পুলিশ। আর সেই সংযোগের লক্ষ্যে অভিনব উদ্যোগ গ্রহণ করে উজান অভয়নগর ফাঁড়ির কর্মরত পুলিশ কর্মীরা। প্রথমবারের মতো পুলিশ ফাঁড়িতে আয়োজন করে কালী পূজার। মঙ্গলবার সন্ধ্যা থেকেই এই পূজাকে কেন্দ্র করে গোটা এলাকায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেশা বিরোধী পোস্টার, সাইবার ক্রাইমের বিরুদ্ধে সচেতনতামূলক পোস্টার ও ঘোড়ার গাড়ি দিয়ে ছোটদের জন্য নান্দনিক আয়োজন আকৃষ্ট করে শিশুদের পাশাপাশি এলাকার প্রবীনদেরও।  নানা রঙে সাজিয়ে তোলা হয়েছিল ফাঁড়ি চত্বর যা  শারদ উৎসবে যেকোনো পূজা প্যান্ডেলকেও টেক্কা দেবে। এলাকার নাগরিকদের পাশাপাশি পথ-চলতি নাগরিকদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল, প্রায় দেড় হাজার মানুষ সন্ধ্যা থেকে প্রসাদ গ্রহণ করেন।
পশ্চিম জেলার পুলিশ সুপার থেকে শুরু করে স্থানীয় কর্পোরেটর সহ পার্শ্ববর্তী এলাকার নাগরিকরা  উৎসাহের সঙ্গে সামিল হয়েছিলেন এই আয়োজনে।উজান অভয়নগর স্থিত স্পিচ রিহ্যাবিলিটেশন সেন্টার এর খুদেদের হাতে পূজার পরদিন তুলে দেওয়া হয় ফল ও মিষ্টি । 
নিজে মুসলিম ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও ফাঁড়িতে প্রথম বারের মতো হাতেগুনা কিছু পুলিশ কর্মী এবং স্থানীয় শুভ বুদ্ধি সম্পন্ন কয়েকজনকে নিয়ে ফাঁড়ির ওসি সাব-ইন্সপেক্টর জয়নাল হোসেনের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে বেশ সাড়া ফেলে।