img

প্রথম কিডনি প্রতিস্থাপনের দোরগোড়ায় রাজ্য

৭ জুলাই: আর মাত্র কয়েকটি ঘন্টা। রাজ্যের স্বাস্থ্য জগতে ঘটতে চলেছে এক ঐতিহাসিক ঘটনা। রাজ্যের একদল চিকিৎসকের ঐকান্তিক প্রচেষ্টা আর প্রবল ইচ্ছাশক্তির বাস্তবায়ন ঘটতে চলেছে সোমবার। গত প্রায় এক বছর ধরে চলা লড়াই। 
ত্রিপুরায় প্রথমবারের মতো কিডনি প্রতিস্থাপন করা হবে আগরতলা গভমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে।  রামনগরের বাসিন্দা কুড়ি বছরের শুভম সূত্রধরকে কিডনি দান করবেন তার মা রুমা সাহা। তাও নিজ রাজ্যের সরকারি হাসপাতালে। মনিপুরের সিজা ইন্সটিটিউটের ১২ জনের মেডিকেল টিমের সহযোগিতায় রাজ্যের চিকিৎসকরা এ অপারেশন করবেন। জিবিপি হাসপাতালের ডেপুটি মেডিকেল সুপার ডাঃ কণক চৌধুরী সহ রাজ্যের প্রতিভাবান চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের হাত ধরে রচিত হতে যাচ্ছে ইতিহাস। তার আগের দিন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা কিডনি গ্রহিতা মা রুমা সাহা, গ্রহীতা ছেলে শুভম সুত্রধর এবং চিকিৎসক দলের সঙ্গে দেখা করেন। তিনি আশা ব্যক্ত করেন, এখন থেকে রাজ্যেই নিয়মিতভাবে কিডনি প্রতিস্থাপনের মত গুরুত্বপূর্ণ অপারেশন হবে।
সোমবার সকাল ৮ টা থেকে শুরু হবে অপারেশন, প্রায় ৫ ঘন্টা ধরে চলবে এই অভিযান। দুপুর আড়াইটা নাগাদ রাজ্যের ইতিহাসে জুড়ে যাবে নতুন অধ্যায়। মাঝের এই কয়েক ঘণ্টা রাজ্য ব্যাপী শুধু সেই প্রার্থনা।