Nov 04, 2022
৪ নভেম্বর : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদ শহরে ইমরান খান একটি বিক্ষোভ রেলিতে অংশ নেন। বৃহস্পতিবার ট্রাকে করে সেই রেলিতে যাওয়ার পথে অজ্ঞাত পরিচিত বন্দুকবাজ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তার দল তেহরিক ই ইনসাফ পার্টির দাবি ইমরান খানের পায়ে লাগে সে গুলি। লাহোরের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তিনি বিপদমুক্ত বলেও জানিয়েছে। এই গুলি চালনা কাণ্ডে এক পার্টি কর্মী নিহত হয়েছেন। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী ইমরান খানের উপর গুলি চালানোর ঘটনার স্বীকার করেনি। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পাকিস্তান পুলিশ। পাকিস্তানের একটি টিভি চ্যানেল দাবি করে যে ধৃত ব্যক্তি স্বীকার করেছে ইমরান খানকে খুন করতেই সে গুলি করেছে ।
ভারতের বিদেশ মন্ত্রকের তরফে এই ঘটনার নিন্দা জানানো হয়েছে।
Copyright ©2024 | Wave of Tripura