img

বাইসাইকেলে এভারেস্ট, বিশ্বের অষ্টম ব্যাক্তি হিসেবে এই নজির ত্রিপুরার সন্তানের

১৪ জুলাই: এবার এভারেস্টে লেখা হল ত্রিপুরার নাম। এতদিন ব্রিটেন,কানাডা,ফ্রান্স, পর্তুগালের পাশাপাশি ভারতের উত্তরপ্রদেশের নামে ছিল এই কৃতিত্ব। ১৪,জুলাই ২০২৪ এর পর সেই তালিকায় যুক্ত হল পার্বতী রাজ্যের নাম। নেপথ্যে বছর ৩৪ এর এক জেদি সন্তান। প্রথম বাঙালি সাইকেলিস্ট হিসেবে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছলেন আগরতলা চন্দ্রপুরের বাসিন্দা  বাপি দেবনাথ ওরফে নীল। বাবা হরিহর দেবনাথ, বরিষ্ঠ সাংবাদিক। শহরের উমাকান্ত একাডেমীতে কেটেছে বাপির স্কুল জীবন। বেশ কয়েকবছর ধরেই সাইকেল নিয়ে একপ্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়ানোর সখ চেপে বসে তার।অতপর সেই বাইসাইকেল চেপেই ছুয়ে ফেললেন এভারেস্ট। সেখান থেকেই আমাদের সঙ্গে কথা বলতে গিয়ে বাপি জানান, "আমি সরকারি বেসরকারি বহু প্রতিষ্ঠানে সাহায্য চেয়েও ইতিবাচক সাড়া পাইনি। মনখারাপ হয়েছিল কিন্তু জেদ বেড়ে গিয়েছিল। সেটাই আমাকে তাগিদ জুগিয়েছে। এতদিন শুধু পশ্চিমবঙ্গের বাঙালি, বাংলাদেশের বাঙালি বলতে শুনতাম। এখন থেকে ত্রিপুরার বাঙালি বলতে শুনব আশা রাখছি। আর যুব সম্প্রদায়ের মধ্যে যদি কোনও ভাবে প্রচেষ্টা অনুপ্রেরণা যোগায় তবে সেটাই হবে আমার সার্থকতা। "
ব্রিটেনের স্যাড ও ইড প্রথম বাইসাইকেল চেপে মাউন্ট এভারেস্টের বেসক্যাম্পে পৌঁছেছিলেন। তারপর একে একে সেই পথে কৃতিত্বের ছাপ রাখে কানাডা,ফ্রান্স, পর্তুগাল। ভারতের উত্তরপ্রদেশের উমা সিং (২০২২), শিবম প্যাটেল (জুন,২০২২) এর পর ভারতের তৃতীয় সাইকেলিস্ট হিসেবে ১৪ জুলাই এই কৃতিত্ব অর্জন করেন এবং এভারেস্টের বেসক্যাম্পে আসা বিশ্বের অষ্টম সাইকেলিস্ট তিনি । এভারেস্ট থেকে তিনি জানান, ২১ মে ২০২৪ একটি সাধারন সিঙ্গেল গিয়ারের সাইকেল নিয়ে কোলকাতা থেকে যাত্রা শুরু করেছিলেন। কোলকাতা থেকে বেনারস হয়ে অযোধ্যা, পাঞ্জাব, কাঠমান্ডু সবশেষে আজ এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছে সাইকেল চালানো শেষ করেন তিনি। এর আগে দুই ভারতীয় মাল্টি গিয়ার বাইসাইকেল নিয়ে গিয়েছিলেন বলেও দাবি করেন তিনি। বর্তমানে কোলকাতায় সিনেমেটোগ্রাফি ও এডিটিং এর কাজ করেন।