img

'পরি'প্রকল্পে রাজ্যের শিল্পীদের অংশগ্রহণ, প্রশংসা প্রধানমন্ত্রীর

২৯ জুলাই: দিল্লি ভারত মন্ডপম সেজে উঠেছে দেশের নানা প্রান্তের শিল্পীদের ছোঁয়ায়। যেখানে রাজ্য থেকেও অংশ নেন ১৪ জন গুণী শিল্পী। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে, ললিত কলা একাডেমির পর্যবেক্ষণে পাবলিক আর্ট অফ ইন্ডিয়া প্রকল্পে গোটা কর্মকাণ্ড সম্পন্ন হয়।  সারা দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের পাশাপাশি পার্বত্য রাজ্য ত্রিপুরা থেকেও শিল্পীরা হাত লাগিয়েছেন এই সৃষ্টিযজ্ঞে।
টানা ২১ দিন ত্রিপুরার রাজেশ দেব, রাজেশ সিনহা, প্রীতম দেবনাথ, শুভম সাহা, শংকর রুদ্র পাল, বাসু দেবনাথ, সুপ্রিয় দত্ত, দেবব্রত ভট্টাচার্য, মাধুরি দে, শান্তা দেব, রূপা নন্দী, হরেকৃষ্ণ পাল, সাগরিকা পাল ও দীপিকা দাস মিলে রাজ্যের শিল্পকলা তুলে ধরেন। ত্রিপুরার নিজস্ব চারু ও কারুশিল্পের স্বাদ লাগে দেশের রাজধানীতে। 
আর গোটা কাজটি পরিপূর্ণতা পায় ২৮ জুলাই, রবিবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর 'মন কি বাত' অনুষ্ঠানে তুলে ধরেন এই শিল্প নৈপুণ্যের প্রসঙ্গ। প্রায় আড়াই মিনিট তিনি গোটা কর্মকাণ্ডের ভূয়সী প্রসংশা করেন। দেশবাসীর কাছে তুলে ধরা হয় রাজ্যের শিল্পীদের বিভিন্ন সৃষ্টি। যারপরনাই খুশি রাজ্যের শিল্পীরা। যা আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্মের শিল্পীদের কাছে এক অনুপ্রেরণা হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।