Nov 21, 2024
২১ নভেম্বর: সিকিমের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে বোনাস সহ ৭ পয়েন্ট পেয়েছে ত্রিপুরা দল। সিকিমের প্রথম ইনিংসের ১২৯ রানের জবাবে ত্রিপুরা ৭৬/০৬ প্রথম দিনের খেলা শেষে ৫৩ রানে পিছিয়ে থেকে প্রথম ইনিংসে লীড নেওয়ার বিষয়টি অনিশ্চিত করে তুলেছিল। হাতে উইকেট ছিল মাত্র চারটি। বৃহস্পতিবার খেলার দ্বিতীয় দিনে অর্কজিৎ রায় ৭৯ ও রোহন বিশ্বাস ৬৪* রুখে দাঁড়ায়। রাজ্য দল আরও ৫৬.৩ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ১৫৫ রান যোগ করে ২৩১ রানে ইনিংস শেষ করে। সফরকারী ত্রিপুরা ১০২ রানে লিড পায়। সিকিম দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে মাত্র ৪১ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। ত্রিপুরার তনয় মন্ডল ও শুভজিৎ দাস এর বিধ্বংসী বোলিংয়ে সিকিমে ধ্বস নামে। তনয় একা পাঁচটি উইকেট তুলে নেই মাত্র সাত রানের বিনিময়ে। শুভজিৎ পায় ৪টি উইকেট ১২ রানের বিনিময়ে। অর্কজিৎ রায় পেয়েছে একটি উইকেট। ত্রিপুরা ইনিংস সহ ৬১ রানের ব্যবধানে দুর্দান্ত জয় পায়।
Copyright ©2024 | Wave of Tripura