img

উমাকান্ত মিনি স্টেডিয়ামে হবে আই লিগের ফুটবল ম্যাচ

২৭ নভেম্বর: রাজ্যের ক্রীড়া প্রেমী বিশেষ করে ফুটবল প্রেমীদের জন্য এক দারুন খবর। আগামী ২০২৫ এর ২৬ শে জানুয়ারি আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে আই লিগ ফুটবলের ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। মিজোরাম ফুটবল অ্যাসোসিয়েশন আই লিগের ম্যাচ আয়োজনের যে দায়িত্ব পেয়ে থাকে, তাদের দ্বিতীয় মাঠ হিসেবে ত্রিপুরা রাজধানী স্টেডিয়াম কে চয়েস করে নিয়েছে এসোসিয়েশনের প্রেসিডেন্ট রবার্ট আর রয়েতে অনেকটা এ ধরনের সুখবর আজ, সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেছেন। ব্যবস্থাপনায় থাকবে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন। তবে এই বিষয়ে সমস্ত ব্যয়ভার অবশ্যই বহন করবে মিজোরাম ফুটবল সংস্থা। যদি সবকিছু ঠিকঠাক থাকে আগামী জানুয়ারিতে রাজ্য ফুটবল ইতিহাসে আরও একটি সোনালী অধ্যায়ের সূচনা ঘটতে চলেছে। মাঠ দেখার কাজ শেষ। যথেষ্ট উপযুক্ত পরিকাঠামো সহ ব্যবস্থাপনার দায়িত্ব সামলানোর মত দক্ষতা ও ম্যানপাওয়ার বিষয়ক আস্থা রয়েছে টিএফ এ-র প্রতি। স্বাভাবিক কারণে আই লীগের ম্যাচ এখানে হতেই পারে বলে আশা করা যায়।