img

সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে বড় জয় ত্রিপুরার

১ ডিসেম্বর: প্রথম জয়ের স্বাদ পেয়েছে ত্রিপুরা। সৈয়দ মোস্তাক আলী টি-টোয়েন্টি ক্রিকেটে। তাও উত্তরাখন্ড দলকে হারিয়ে। পঞ্চম ম্যাচের মাথায় প্রথম জয়ের স্বাদ। বিসিসিআই আয়োজিত সৈয়দ মুস্তাক আলী ট্রফি তথা পুরুষদের সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে আজ রবিবার ত্রিপুরা ৮ উইকেটের বিশাল ব্যবধানে উত্তরাখণ্ডকে পরাজিত করেছে। এই জয়ের সুবাদে এবারের মরশুমে প্রথম চার পয়েন্ট অর্জন করতে পেরেছে। ৮ দলীয় বি গ্রুপের পয়েন্ট তালিকায় অনেকটা শেষ দিকে অর্থাৎ সপ্তম স্থানে অবস্থান করলেও আজকের জয় ত্রিপুরা দলের মনোবল কিছুটা বাড়িয়েছে। আগামী ম্যাচে সিকিমের বিরুদ্ধে নিশ্চিত জয়ের পরিকল্পনা রয়েছে। ‌হলকার স্টেডিয়ামে আজকের খেলায় টস জিতে উত্তরাখণ্ড প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত কুড়ি ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সমর্থ-এর ৪২ রান এবং ওপেনার যুবরাজ চৌধুরীর ২২ রান উল্লেখযোগ্য ছিল। ত্রিপুরা দলের পারভেজ সুলতান দুর্দান্ত বোলিং করে ১৯ রানে চারটি উইকেট পেয়েছে। এছাড়া সৌরভ দাস দুটি এবং মানিশঙ্কর মুড়া সিং একটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারের তৃতীয় বলে দলীয় শূন্য রানে ওপেনার সম্রাট সূত্রধরকে হারিয়ে প্রাথমিক বিপর্যয়ের মুখে পড়লেও শ্রীদাম পাল ও বিক্রম কুমার দাস-এর জুটি দলকে দৃঢ়তাপূর্ণ ব্যাটিং দলকে স্বস্তি এনে দেয়। দলীয় ১৪১ রানের মাথায় বিক্রম কুমার দাস ৭৯ রানে কট আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলে শ্রীদাম পাল অধিনায়ক মানদীপকে সঙ্গে নিয়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। বিক্রম ৪৩ বল খেলে নয়টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৭৯ রান সংগ্রহ করে। শ্রীদাম ৩৮ বল খেলে তিনটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি মেরে অপরাজিত ভূমিকায় ৬৮ রান সংগ্রহ করে দলকে এক কর্তৃত্বপূর্ণ জয় এনে দেয়।