img

ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে সম্পন্ন হল দ্বিতীয় মাস্টার্স টিটি প্রতিযোগিতা

৩ ফেব্রুয়ারি: ২ ফেব্রুয়ারি, এনএসআরসিসিতে অনুষ্ঠিত হয় ২য় অল ত্রিপুরা মাস্টার্স টেবিল টেনিস টুর্নামেন্ট, ২০২৫। বিভিন্ন বয়সভিত্তিক বিভাগে মোট ২৮ জন অংশগ্রহণ করেন। এদের মধ্যে জাতীয় আসরে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করা খেলোয়াড় যেমন ছিলেন, তেমনি চিকিৎসক, চিত্র সাংবাদিক সহ অন্য পেশায় যুক্ত ব্যক্তিরাও ছিলেন। সবাইকে তাক লাগিয়ে বেশকিছু ইভেন্টে পুরস্কার ছিনিয়ে নেন দন্তচিকিৎসকরা। 
 ৩৯ থেকে ৪৯ বছর বয়সী বিভাগে
চ্যাম্পিয়ন - ডাঃ প্রসেনজিৎ ঘোষ দস্তিদার
রানার্স.. ডাঃ দীপ দত্ত। 
৪৯ থেকে ৫৯ বছর বিভাগে
চ্যাম্পিয়ন ডাঃ শান্তনু দাশগুপ্ত 
রানার্স কাজল দে । 
৫৯ বছরের উপরে বিভাগে
চ্যাম্পিয়ন চঞ্চল চৌধুরী 
রানার্স সুজিত বণিক । 
ডাবলস বিভাগে
চ্যাম্পিয়ন ডাঃ প্রসেনজিৎ ঘোষ দস্তিদার ও ডাঃ দীপ দত্ত। 
রানার্স 
চঞ্চল চৌধুরী ও সুজিত বণিক । 
মিক্সড ডাবলস বিভাগে
চ্যাম্পিয়ন, আশীষ চৌধুরী ও শ্রীমতি জয়তী
রানার্স ডাঃ প্রসেনজিৎ ঘোষ দস্তিদার ও শ্যামলী বণিক।
এছাড়াও জোর লড়াই করে রাজ্যদলের প্রাক্তন সদস্যদের কাছে ৩টি বিভাগেই সেমিফাইনালে আঁটকে যান অপর দন্ত চিকিৎসক ডাঃ রণবীর রায়। প্রথমবারের মতো অংশ নেন প্রেসক্লাব টিটিতে ধারাবাহিকভাবে জয়ী চিত্র সাংবাদিক পার্থজিৎ দত্ত। 
পুরস্কার বিতরণী পর্বে আইএলএস হাসপাতালের সিওও ডাঃ গৌতম হাজারিকা, টিটিটিএ সেক্রেটারি অজয় ​​দত্ত ও যুগ্ম সচিব জয়ন্ত মজুমদার উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।