img

কমছে দুহাজার টাকার নোট, কারণ জানালো আরটিআই এর উত্তর

১৬ নভেম্বর : বাজার থেকে ক্রমেই যেন গায়েব হয়ে যাচ্ছে ২০০০টাকার নোট। কেন এমনটা হচ্ছে, তা নিয়ে অনেকে এতদিন প্রশ্ন তুললেও উত্তর পাওয়া যায়নি। কিন্তু এবার সামনে এল আসল তথ্য। সম্প্রতি, জানা গিয়েছে গত তিন বছরে (২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২২ আর্থিক বর্ষ) দেশে ২০০০ টাকার একটি নোটও ছাপা হয়নি। যার ফলস্বরূপ ২০০০ টাকার নোটের সার্কুলেশন মোটেই দেশের সর্বত্র সমান নেই। একটি সংবাদ সংস্থার RTI -এর ভিত্তিতেই এই তথ্য সামনে এসেছে। প্রসঙ্গত, ২০১৬সালে সরকার নোটবন্দির সময় ৫০০ এবং ১০০০ টাকার নোট নিষিদ্ধ করার পরেই ২০০০ টাকার নোট বাজারে এনেছিল সরকার।
RTI -এর তথ্য মোতাবেক, ২০১৯-২০, ২০২০-২১ এবং ২০২১-২২ বছরে ২০০০ টাকার কোনও নতুন নোট ছাপা হয়নি। ২০১৬-১৭আর্থিক বছরে ২০০০টাকার ৩,৫৪২৯.৯১ কোটি নোট ছাপানো হয়েছিল। ২০১৭-১৮ সালে ছাপানো হয়েছিল ১১১৫.০৭ কোটি নোট। ২০১৮-১৯ সালে সেখানে ছাপানো হয় মাত্র ৪৬৬.৯০ কোটি নোট।
প্রথম কয়েক বছর ২০০০ টাকার নোটের প্রতি আগ্রহ থাকলেও, ধীরে ধীরে সাধারণ মানুষের ২০০০টাকার নোটের প্রতি আগ্রহ কমছে বলেই জানা যাচ্ছে। বাজারের ক্রেতা বিক্রেতারা জানাচ্ছেন, ২০০০টাকার নোটের ভাঙতির সমস্যাই মূল কারণ। ফলে ২০০০ টাকার নোট দৈনন্দিন জীবনে ব্যবহারের উপযোগী নয়, যার ফলে অনেকেই এই নোট নেওয়ার ইচ্ছে থাকলেও নিতে পারছেন না।