img

মাধ্যমিক পরীক্ষায় মা ও মেয়ে

৮ মার্চ: ২০১৬ সালে স্বরা ভাস্কর ও পংকজ ত্রিপাঠী অভিনীত হিন্দি সিনেমা 'নীল বাটে সন্নাটা'য় দেখা গিয়েছিল হার না মানা এক মায়ের লড়াই, যে লড়াইয়ের জোরে মা ও মেয়ে একইসঙ্গে বসেছিল পরীক্ষায়। 
২০২৫ আন্তর্জাতিক নারী দিবসে বাস্তবে উঠে এলো এক মায়ের লড়াইয়ের কাহিনী। 
নিজের ইচ্ছে পূরণের জন্য বয়স ও যাবতীয় প্রতিবন্ধকতা দূরে ঠেলে দিয়ে আরও এক পরীক্ষার মুখোমুখি ৩৯ বছরের মনিকা। 
ঊনকোটি জেলার ফটিকরায়ের প্রত্যন্ত এলাকা রাজকান্দি গ্রামের মনিকা দেব্বর্মাকে আর্থিক অনটনের কারণে মাঝপথে পড়াশুনা বন্ধ করে বিয়ে দিয়ে দেয়া হয়েছিল পরিবারের পক্ষ থেকে। আর্থিক অনটনের সঙ্গে লড়াই, কৃষিকাজ ও সংসার প্রতিপালনের সঙ্গে সঙ্গেই প্রস্তুতি নিতেন তিনি। মেয়ে জুশি দেববর্মা ছিল তার গৃহশিক্ষক। মায়ের জন্য মেয়ের নোট ও মেয়ের জন্য মায়ের রান্না এভাবেই চলতে থাকে লড়াই। 
মেয়ে জুশি দেববর্মা জয়গন্তি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রী ।  ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে একই পরীক্ষাকেন্দ্রে মা ও মেয়ে   মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। 
এবছর ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা  মোট ৪০৪, এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ৩৯১ জন। 
তার মধ্যে ফটিকরায় দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের সেন্টারে  মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষা দিচ্ছেন  ফটিকরায় বিধানসভার জয়গন্তী দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের দুইজন পরীক্ষার্থী। একই ঘরের মা ও মেয়ে। 
শনিবার ৮ ই মার্চ বিজ্ঞান বিভাগের পরীক্ষা ছিল। 
ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক  কৃষ্ণ রঞ্জন পাল জানান মা ৩৯ বছরের এক্সটারনেল পরীক্ষার্থী মনিকা দেববর্মা, মেয়ে ১৬ বছরের রেগুলার পরীক্ষার্থী জুশি দেববর্মা।