img

আলোচনায় 'সন্তান'

ডাঃ অন্তিম শীল


রাজ চক্রবর্তীর বানানো ‘সন্তান’ সিনামাটা একটা ফ্যাম্যালি ড্রামা,খুবই ইমোশনাল একটা সিনেমা৷ এমন ধরণের সিনেমা আগে অনেক হয়েছে কিন্তু এই সিনেমার বিষেশত্ব হল তার ক্লাইম্যাক্স ,যা আপনাদের চোখে জল আনতে বাধ্য। মিঠুন চক্রবর্তী,ঋত্বিক চক্রবর্তী,অনসুয়া মজুমদার,শুভশ্রী গাঙ্গুলী এছাড়াও বড় একটা সাপোর্টিং কাষ্ট রয়েছে। বলতে গেলে বড় মাপের একটা বাংলা সিনেমা ৷ সিনেমার মধ্যে এমন অনেক জায়গা আছে যেখানে আপনারা ইমোশনাল হবেনই ৷ সিনেমার শেষ ১৫ মিনিট আমাদের সবাইকে অনেক কিছু শিখিয়ে দেয় ৷ রাজ চক্রবর্তী মানুষের ইমোশন নিয়ে ভালই খেলেছেন বলা যায়, সিনেমায় ডায়ালগগুলো ছিল খুবই ভালো ৷ গল্প বলতে মা-বাবা এবং তার সন্তানের গল্প ,প্রধানত বাবা-ছেলের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে একটি কোর্টরুম ড্রামা ৷ মা-বাবার প্রতি সন্তানের ভালোবাসা এবং দায়িত্ববোধের গল্পই হল সন্তান৷ ২ ঘন্টা ২১ মিনিটের রানটাইম, হৈচৈ OTT তে চলছে ৷ পরিবারের সবাইকে নিয়ে অবশ্যই দেখা যায় ৷ 
ভালো দিক :- স্ক্রিনপ্লে খুবই ভালো যা সবাইকে সিনেমার মধ্যে আটকে রাখে ৷ মহাগুরু মিঠুন চক্রবর্তী এই বয়সে বাবার চরিত্রে যা কাজ করেছেন তা দেখে আপনারা অবশ্যই বলবেন কিয়া বাত… কিয়া বাত… কিয়া বাত…,সঙে জিৎ গাঙ্গুলীর মিউজিক ও ছিল ভালো ৷ 
খারাপ দিক :- এই সিনেমাতে খারাপ বলতে তেমন কিছু নেই তবে কোর্টরুমের সিনগুলো আরও ভাল হতে পারত ৷ কিছু কিছু দৃশ্যে পুরানো দিনের বাংলা  সিনেমার কথা মনে পড়বে ।
তবে ঋত্বিক চক্রবর্তীর অভিনয় দেখে আমি হতাশ হয়েছি।