
৩০ মার্চ: একদিকে সূর্যের প্রখর তাপ অপরদিকে আগুনে বাতাস, সবমিলিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে আবহাওয়ার আচমকা পরিবর্তন। আবহাওয়া অফিস রাজাবাসীর উদ্দেশ্যে একটি সতর্কতা জারি করে জানিয়েছে পারদ ৪০° সেলসিয়াস ছুঁতে পারে রাজ্যে। মঙ্গলবার পর্যন্ত আগামী তিন দিন তা চলতে পারে বলে ধারণা করছে আবহাওয়া অফিস।
যা প্রভাব ফেলতে পারে স্বাস্থ্যের উপর, যেমন হিট স্ট্রোক, হার্টের অসুখ, জল শূন্যতা, শাসকষ্ট, কিডনির সমস্যা এগুলি হতে পারে।
জরুরী প্রয়োজন ছাড়া বেলা ১২টা থেকে তিনটার মধ্যে যখন প্রচণ্ড গরম পড়ে,সে সময় ঘর থেকে না বেরোনোর জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।একইসঙ্গে প্রচুর পরিমাণ জল পান করতে হবে, সূতির হালকা কাপড় ব্যবহার করার পাশাপাশি স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকতেও জানানো হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে।
সম্প্রতি রাজ্যে মার্চ মাসে এমন গরম পরিলক্ষিত হয়নি।এবছর গরম তার ভয়ানক রূপ দেখাতে পারে বলেও আগাম ধারণা করছে আবহাওয়া দপ্তর।