
৩১ মার্চ: সম্মিলিত নাট্য প্রয়াস, আগরতলার নাট্য চর্চায় একটি প্রেরণার নাম। রবিবার আগরতলার নজরুল কলাক্ষেত্রে ( NSD ক্যাম্পাস) সম্মিলিত নাট্য প্রয়াসের ২য় দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে আগামী দিনের নাট্য সম্ভাবনার এক অনন্য চিত্র তুলে ধরা হয়। ১৬টি নাট্য দলের যুব ও মহিলা নাট্য শিল্পীদের উজ্জ্বল উপস্থিতি নাট্যকর্মীদের নতুন ভাবে বুক বাঁধতে উদ্বুদ্ধ করে। নিজেদের যাবতীয় মেধা, দক্ষতা, নিষ্ঠা ও শৈল্পিক বোধকে একত্রিত করে প্রতি মাসের দ্বিতীয় শনিবারে রবীন্দ্র ভবনের সন্ধ্যাটিকে মূল্যবান করে তোলাই মূল লক্ষ্য বলে জানান নবনির্বাচিত সভাপতি সঞ্জয় কর।
এদিন সভার শুরুতে কার্তিক বণিক শোক প্রস্তাব পাঠ করেন। প্রয়াতদের স্মৃতির প্রতি এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় উপদেষ্টা কমিটির পক্ষে সুভাষ দাস ও শিশির দেব সম্মিলিত নাট্য প্রয়াসের সাফল্য কামনা করেন। পরে সম্পাদকীয় প্রতিবেদন ও বিগত বছরের আর্থিক হিসেব পেশ করেন সম্পাদক এবং কোষাধ্যক্ষ। সভাপতি মন্ডলীতে ছিলেন বিভু ভট্টাচার্য,মানিক দত্ত ও কার্তিক বণিক। উপস্থিত নাট্যদলগুলো থেকে ১৬ জন প্রতিনিধি নিজেদের মতামত প্রকাশ করেন। চারজনের উপদেষ্টা কমিটি, সাত জনের কার্যনির্বাহী কমিটি ও ১৬ জনের সাধারণ সদস্যের কমিটি গঠন করা হয়।
সঞ্জয় কর,কমল মজুমদার ও সুশান্ত দে যথাক্রমে সভাপতি,সম্পাদক ও কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন।