
৩০ এপ্রিল: বুধবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হয়।সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে পর্ষদ সভাপতি ডঃ ধনঞ্জয় গণ চৌধুরী ঘোষণা করেন এ বছরের ফলাফল। ১৯৭৬ সালের জানুয়ারি মাসে পথচলা শুরু করে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ, দীর্ঘ ৫০ বছরের ইতিহাসে এই প্রথম এত কম সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করতে সক্ষম হয় বলে দাবি পর্ষদ সভাপতির। যদিও ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত স্কুল ও পরীক্ষার্থীর সংখ্যা ক্রমান্বয়ে কমতে শুরু করেছে। এবছর মাধ্যমিক পরীক্ষার্থী ছিল ২৯৬৭০ জন ও উচ্চমাধ্যমিকে বসে ২১৫০৬ জন, গত বছর সেই সংখ্যা ছিল ২৫৩৫০ জন।উচ্চমাধ্যমিকে পাশের হার ৭৯.২৯% ও মাধ্যমিকে ৮৬.৫৩% ।
মাধ্যমিকে ৯২.৬৯% পাশের হার নিয়ে সব থেকে এগিয়ে দক্ষিণ জেলা, ৭৮.৫৪% পাশের হার নিয়ে সবার শেষে জেলা, গোমতী ৯০.৪২%, সিপাহীজলা ৮৯.৯৩%, পশ্চিম জেলা ৮৮.৫৩%, ঊনকোটি জেলা ৮৩.৭০% উত্তর জেলা ৮০.৯৫% ও ধলাই জেলায় পাশের হার ৮০.১০%।
উচ্চমাধ্যমিকে সিপাহীজলা জেলা ৮৭.৩৮% পেয়ে এগিয়ে, তারপরেই রয়েছে দক্ষিণ জেলা ৮২.৪৭%, পশ্চিম জেলা ৮২.২০%, উত্তর জেলা ৮১.১১%, গোমতী জেলা ৭৯.২৩%, ঊনকোটি জেলা ৭৫.৪৭%, খোয়াই জেলা ৭১.৯৫% এবং ৬৩.০৯% পাশের হার নিয়ে সবার পেছনে ধলাই জেলা।