img

খেতাব হাতছাড়া ত্রিপুরার, চ্যাম্পিয়ন আসাম

 

৩০ এপ্রিল: প্রথমবারের ট্রফি, হাতছাড়া ত্রিপুরার। স্বাগতিক আসামের জয়জয়কার। প্রথম পূর্বোত্তর লিটল মাস্টার্স ট্রফি আসামের ঘরেই। গুয়াহাটিতে আয়োজিত অনূর্ধ্ব ১৪ বালকদের এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে আসাম ৪৭ রানের ব্যবধানে ত্রিপুরা কে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নিয়েছে। গুয়াহাটির ফালানে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের ক্রিকেট একাডেমী গ্রাউন্ডে সকালে ম্যাচ শুরুতে টস জিতে আসাম প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৪০ ওভারে আট উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ত্রিপুরা ৩৬.৫ ওভার খেলে ১৩৯ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। আসাম দলের বোলার মানস প্রতীম বর্মন ১৪ রানের বিনিময়ে তিনটি উইকেট তুলে নিয়ে ত্রিপুরাকে থামিয়ে দেওয়ার পাশাপাশি দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়েছে। একই সঙ্গে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে। তাছাড়া, আয়ুষ পান্ডে তিনটি এবং মজিদুল ইসলাম দুটি উইকেট পেয়েছে। ব্যাটিংয়ে ত্রিপুরার অভয় দেব সর্বাধিক ৩৯ রান সংগ্রহ করলেও অন্যদের ব্যর্থতায় শেষ রক্ষা সম্ভব হয়নি। আসামের প্রীয়ম কুন্ডুর ৩৭ রান এবং তানভীর ইসলামের ৩৫ রান কিছুটা উল্লেখ করার মতো। প্রথমবারের মতো আয়োজিত উত্তর-পূর্ব লিটল মাস্টার্স ট্রফি অনূর্ধ্ব ১৪ বালকদের ক্রিকেটে ত্রিপুরা দল রানার্স খেতাবেই সন্তুষ্ট থাকতে হয়েছে।