
৩ মে: ভারত সেরা শ্রীপর্ণা। অল অ্যারাউন্ড চ্যাম্পিয়নশিপে যে শ্রীপর্ণা শুক্রবার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়ে স্বর্ণপদক পেয়েছিল, শনিবার অ্যাপারেটাস ইভেন্টে আরও তিনটি রঙিন পালক যুক্ত হলো শ্রীপর্ণার মুকুটে। ভোল্টিং টেবিল, ব্যালান্সিং বীম, ফ্লোর এক্সারসাইজ -- তিনটি অ্যাপারেটাস বিভাগেই শ্রীপর্ণা সারাদেশের সমস্ত জিমন্যাস্ট-দের তাক লাগিয়ে স্বর্ণপদক জিতে নিয়েছে। আন-ইভেন বার অ্যাপারেটাস তার পক্ষে আসেনি বলে একটা পদক হাতছাড়া হয়েছে। তবে জাতীয় আসরে চারটি স্বর্ণপদকে ভূষিত শ্রীপর্ণা সত্যি আবারও ত্রিপুরার নাম দেশের মাটিতে উজ্জ্বল করে তুলেছে। জাতীয় জিমন্যাস্টিক্স আসরে অল অ্যারাউন্ড রেঙ্কিংএ শ্রেষ্ঠ স্থান অর্জন করে স্বর্ণপদক বিজয়। মহারাষ্ট্রের পুনেতে আয়োজিত জুনিয়র এবং সিনিয়র আর্টিস্টিক জিমন্যাস্টিক্স জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬ এ বালিকা বিভাগে ত্রিপুরার শ্রীপর্ণা দে ভোল্টিং টেবিলে ১১. ৫৫; আন-ইভেন বার-এ ৮.৩০; ব্যালেন্স বীম-এ ১১.৩৫; ফ্লোর এক্সারসাইজে ১১.২০; সর্বমোট ৪২.৪০ পয়েন্ট নিয়ে শুক্রবারে প্রথম স্থান অধিকার করার মধ্য দিয়ে স্বর্ণপদক পেয়েছে। শনিবার ভোল্টিং টেবিলে ১১.৮০০; ব্যালান্সিং বীমে ১১.০৩৩; ফ্লোর এক্সারসাইজে ১০.৩০০ পয়েন্ট করে তিন তিনটি স্বর্ণপদক জিতে নিয়ে সোনার মেয়ে শ্রীপর্ণা অত্যন্ত উচ্ছ্বসিত।
শ্রীপর্ণার সাফল্যের খবরে তার কোচ এবং রাজ্য জিমন্যাস্টিক্স এসোসিয়েশনের পক্ষ থেকে অভিনন্দনের জোয়ার বয়ে চলেছে। প্রতিযোগিতা শেষে আগরতলায় ফিরলে উষ্ণ সংবর্ধনার কথা ভাবছেন সবাই।