img

১২৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্বামী শিবানন্দ বাবা

 ৩ মে : ১২৯ বছর বয়সে শনিবার রাত ৯টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন যোগগুরু স্বামী শিবানন্দ বাবা। নিউমোনিয়ায় আক্রান্ত হন যোগগুরু, সঙ্গে অন্যান্য সমস্যাও ছিল। গত ৩০ এপ্রিল বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই গত তিন দিন ধরে চিকিৎসাধীন ছিলেন স্বামী শিবানন্দ। শেষ পর্যন্ত শনিবার রাতে কার্ডিয়াক অ্যারেস্ট হয়, তাতেই আর ফেরানো যায়নি তাঁকে।
ত্রিপুরাতেও রয়েছে তাঁর অসংখ্য ভক্ত। আগরতলা এলে তাঁর দর্শনে ভীড় জমতো তাদের মধ্যে। শনিবার গভীর রাতে এই খবর এসে পৌঁছুতেই শোকের ছায়া নেমে আসে ভক্ত অনুরাগীদের মধ্যে। 
সোমবার শেষকৃত্য সম্পন্ন হতে পারে। বয়স ১২৯ হলেও শেষ জীবনে যথেষ্ট সক্ষম ছিলেন স্বামী শিবানন্দ। প্রতিদিন কয়েক ঘণ্টা যোগব্যায়াম করতেন তিনি। ২০২২ সালে তাঁকে ‘পদ্মশ্রী’ সম্মানে সম্মানিত করে দেশ। তদানীন্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে নিজেই সংগ্রহ করেন সেই সম্মান।