img

কেমন হলো "লগ আউট"?

আলোচনায় ডাঃ অন্তিম শীল 


অমিত গোলানি পরিচালিত এবং বিশ্বপতি সরকার  রচিত সিনেমা "লগআউট"। মূলত একটা সাইবার থ্রিলার সিনেমা।যেখানে ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়ার কুফলের কথা তুলে ধরা হয়েছে।মুখ্য ভূমিকায় অভিনয় করেছে বাবিল খান।গল্প বলতে সোশ্যাল মিডিয়াতে একজন বড় প্রভাবক(ইনফ্লুয়েঞ্জর) হল প্রত্যুষ(বাবিল খান) তার অনেক ভক্ত। সোশ্যাল মিডিয়ায় এইভাবেই চলে তার দৈনন্দিন জীবন যাকে বলে দিনরাত স্মার্ট ফোনে আসক্ত। একদিন এক অনুষ্ঠান থেকে রাতে বাড়ি ফেরার পথে প্রত্যুষের ফোনটি চুরি হয়ে যায়। সকালে প্রত্যুষ ফোনটির খোঁজ করতে থাকে এবং জানতে পারলো ফোনটি তার ই একভক্তের কাছে। সেই ভক্ত প্রত্যুষের ফোনের পাশাপাশি তার জীবন ও নিয়ন্ত্রন করতে শুরু করে।শুরু হয় ইঁদুর-বিড়ালের খেলা। প্রত্যুষও তার ভক্তের মধ্যে অনেক কিছু চলতে থাকে। অবশেষে সিনেমাটি এক চূড়ান্ত পর্যায়ে চলে যায়,যখন প্রত্যুষ তার ভক্তকে ধরবার জন্য একটি ফাঁদ তৈরি করে। প্রত্যুষ কি তার ফোন ফিরে পেল?প্রত্যুষের ভক্তেরই বা কি হল?তারজন্য ১ঘন্টা ৪৮মিনিটের এই সিনেমাটি ZEE5 এ অবশ্যই দেখবেন।বর্তমান দুনয়ার দুটি খুবই শক্তিশালী শব্দ হল " লগইন" এবং "লগআউট" এর বাস্তব দিক তুলে ধরা হয়েছে।ডিজিটাল দুনিয়া ও সোশ্যাল মিডিয়া খুবই আকর্ষণীয় কিন্তুু তা সঠিক ভাবে ব্যবহার না করলে তা আমাদের জীবনকে নরকে পরিনত করতে পারে।বাবিল খান সহ অন্যান্য কলাকুশলীরাও ভাল কাজ করেছে।পূজা এস গুপ্তে চলচ্চিত্রগ্ৰহনের কাজটি খুবই ভালো ভাবে করেছে। সঙ্গীত পরিচালক হল হারুন-গ্যাভিন।