
২০ মে: অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্টস ক্লাবের বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। রাজধানীর মেলারমাঠের হোটেল সোনারগাঁও-এ পান্ডা রেস্তোরাঁয় এবছর লাইফটাইম এচিভমেন্ট এওয়ার্ড সম্মানে ভূষিত হন রাজ্যের দ্বিতীয় অর্জুন জিমন্যাস্ট ড. কল্পনা দেবনাথ। এই সম্মানটি এবছর ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত গৌতম কর ভৌমিকের নামে দেয়ার ঘোষনা করা হয়। এছাড়া, আরও আট জন কৃতি খেলোয়াড়কে জাতীয় ও আন্তর্জাতিক আসরে সাফল্যের নিরিখে বর্ষসেরা হিসেবে সম্মান জানানো হয়।
অনুষ্ঠানের উদ্বোধক রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিংকু রায়ের হাত ধরেই ক্রীড়া সাংবাদিকদের এই অনন্য সম্মান তুলে দেয়া হয়। বক্তব্যে ক্রীড়ামন্ত্রী এধরণের আয়োজনের জন্য ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের ভূয়ষী প্রশংসা করেন।তিনি বলেন, রাজ্যের বর্তমান সরকার গোটা রাজ্যে খেলাধূলার পরিকাঠামো গড়ে তোলার কাজ করে চলেছে। সিন্থেটিক ফুটবল মাঠের সাথে আরও ২০টি ঘাষের মাঠ গ্যালারী সহ গড়ে তোলা হচ্ছে। দুই জেলায় গড়ে তোলা হচ্ছে ইন্ডোর স্টেডিয়াম। সুইমিং পুল সহ আরও নানা কাঠামো গড়ে উঠছে। এখন সকলের সম্মিলিত প্রয়াসে সাফল্য আনতে হবে। তিনি আরও বলেন, আমাদের দেশ অন্যান্য ক্ষেত্রে যতটা সফল, ততটা সাফল্য ক্রীড়া ক্ষেত্রে আসছে না। অনেক ছোট ছোট দেশ অলিম্পিকে আমাদের থেকে অনেক সফল। কেন এমনটা হবে? এনিয়ে সকলকে ভাবতে হবে এবং সাফল্যের রাস্তা খুঁজতে হবে।
অনুষ্ঠানে অংশ নিয়ে ক্রীড়া অধিকর্তা সত্যব্রত নাথ বলেন, রাজ্যে খেলাধুলা আগের থেকে অনেকটা এগিয়েছে। আমরা বিভিন্ন ক্ষেত্রে সাফল্য পাচ্ছি।
লাইফটাইম এচিভমেন্ট এওয়ার্ডে ভূষিত ড. কল্পনা দেবনাথ এই সম্মান পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, আমাকে এই সম্মানে নির্বাচিত করায় ভীষন খুশী। রাজ্যের আগামী প্রজন্মকে উৎসাহিত করার এই আয়োজন প্রশংসার দাবী রাখে।
অনুষ্ঠানে রাজ্যের সোনার মেয়ে পদ্মশ্রী অলিম্পিয়ান ড. দীপা কর্মকারকে ২০২৩-২৪ বছরের সাফল্যের জন্য সংবর্ধনা জ্ঞাপন করা হয়। গতবছর তিনি রাজ্যের বাইরে থাকায় এই পুরষ্কার গ্রহণ করতে পারেন নি। দীপা বলেন, ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের এই সম্মান আমাকেও অতীতে উৎসাহ যুগিয়েছে। এই সম্মান এক বিশাল পাওনা। আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার ক্লাবের অতীত ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, এই ক্লাব ধারাবাহিক ভাবে বর্ষসেরা খেলোয়াড়দের সংবর্ধনা দিয়ে চলেছে। আগামীদিনেও তা চালিয়ে যাবে।
অনুষ্ঠানে পৌরহিত্য করেন ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্টস ক্লাবের সভাপতি সরযূ চক্রবর্তী। তিনি ক্লাবের এই বার্ষিক কর্মসূচির প্রেক্ষাপট এবং ক্লাবের ৩৩ বছরের ধারাবাহিক কর্মকান্ড তুলে ধরেন। ক্রীড়ামন্ত্রী সহ সকলকে ধন্যবাদ জানিয়ে ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছাও জানান। তিনি বলেন, রাজ্য সরকার ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোতে বিশাল পরিবর্তন এনেছে। এখন খেলোয়াড়দের উচিৎ এই পরিকাঠামোর সঠিক ব্যবহার করে রাজ্যকে সাফল্য এনে দেয়া। আমাদের আরও অলিম্পিয়ান বের করতে হবে। রাজ্যের ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের জন্য ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব সবধরনের সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছে। সবশেষে এবছর বর্ষসেরা খেলোয়াড় হিসেবে যাদের সংবর্ধনা দেয়া হয়েছে তারা হলেন - ক্রিকেটে শ্রীদাম পাল, ফুটবলে প্রীতম হোসেন, জিমন্যাস্টিক্সে শ্রীপর্ণা দেবনাথ, যোগাসনে পরিণীতা দে, জুডোতে তানিয়া দাস, বডি বিল্ডিং-এ রীতা নাগ, দাবায় অর্শিয়া দাস ও আরাধ্যা দাস।