img

'আমার সরকার' ওয়েব পোর্টালের সূচনা

১৭ নভেম্বর :  তথ্য আদান প্রদানের ক্ষেত্রে গ্রামীণ এলাকার সাধারণ মানুষের বিভিন্ন চাহিদা এবং সমস্যা দ্রুত নিরসনের লক্ষ্যে বৃহস্পতিবার মুক্তধারা অডিটরিয়ামে গ্রামোন্নয়ন (পঞ্চায়েত) দপ্তরের উদ্যোগে 'আমার সরকার' ওয়েব পোর্টালের  উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তৃণমূলস্তর পর্যন্ত সরকারী সুযোগ সুবিধাগুলো দ্রুততার সঙ্গে পৌঁছে দেয়াই এই উদ্যোগের কারণ। গ্রামীণ এলাকার মানুষের অভাব অভিযোগগুলো এতে সহজেই সরকারের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে বলে আশা ব্যাক্ত করা হয়। এই ওয়েব ভিত্তিক প্ল্যাটফর্মটি ব্যবহার করে ত্রিপুরার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটির পঞ্চায়েত সচিব, গ্রামীণ কর্মসূচি সচিব,গ্রাম সচিব এবং গ্রামীণ কর্মসূচি পরিচালকেরা গ্রামবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো রাজ্যে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে নথিভুক্ত করবেন ওই আধিকারিকগন। পরবর্তীতে এক্তিয়ার অনুসারে সংশ্লিষ্ট দপ্তরগুলো দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করবে। ওয়েব পোর্টালের  সূচনা করে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন বর্তমান সরকার সকলকে ভালো রাখার চেষ্টা করছে। গ্রামীণ এলাকার মানুষেরাও এর বাইরে নন। তিনি বিশ্বাস করেন গ্রাম পঞ্চায়েত স্তরের সরকারি কর্মীরা সাধারণ মানুষের সাথে কথা বলে যথাযথ তথ্য এই পোর্টালে তুলে ধরবেন। এর মাধ্যমে বর্তমান বিকাশমুখী সরকার গ্রামীণ জনগণের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতে পারবে।