img

রাজ্যের সাহিত্য সংস্কৃতি জগতে নক্ষত্র পতন

২৯ মে : ত্রিপুরার সাহিত্য-সংস্কৃতি জগতে আবারও এক নক্ষত্রপতন। রাজ্যের মিশ্র সংস্কৃতির প্রধান প্রবক্তা, সুলেখক, প্রজ্ঞাবান ব্যক্তিত্ব ধবলকৃষ্ণ দেববর্মণ চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১১-৫৫ মিনিটে জি বি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বৃহস্পতিবার দুপুরে আগরতলার বটতলা মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। ত্রিপুরার সাহিত্য-সংস্কৃতির আকাশকে আরও বেশি প্রজ্ঞা-রিক্ত করে তুলল। 
 তাঁর সব লেখাই ছিল ত্রিপুরার সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন ধারার ইতিহাস, চর্চা ও সমন্বয় নিয়ে। এপর্যন্ত প্রকাশিত তাঁর বইসমূহ : ত্রিপুরার মিশ্র সংস্কৃতি ও অন্যান্য প্রসঙ্গ (১৯৯৮), সঙ্গীতাচার্য অনিলকৃষ্ণ ও ওস্তাদ আলাউদ্দিন খান (২০০২), প্যারীমোহন দেববর্মা প্রণীত 'ঊনকোটি-তীর্থ' (২০১০) এবং মানবজীবন ও সংস্কৃতির আলোকে রিয়াংদের হজাগিরি নৃত্য (২০২০)।
তাঁর প্রয়াণে শোক জানিয়েছেন সাহিত্য ও প্রকাশনার সাথে যুক্ত সকলের পাশাপাশি বোধজং স্কুল অ্যালামনি সহ তাঁর অসংখ্য গুণমুগ্ধরা।