img

আলোচনায় ত্রিপুরায় নির্মিত শর্ট ফিল্ম 'ডাইনি'

ডাঃ অন্তিম শীল
Daini the Witch : প্রথমেই ধন্যবাদ সঞ্জয় কর স্যারকে এমন একটা বিষয় নিয়ে আসার জন্য‌।স্বল্পদৈঘ্যের (১২মিনিট ০৬ সেকেন্ড) ছবি হলেও এই ছবিটি আমাদের মনে দাগ কেটে যায়। খুব বেশি দূরের নয় আমাদের খোয়াই জেলার লেংটিবাড়ির ৭ এপ্রিল ২০২৩ এর ঘটনার অবলম্বনে এই ছবিটি তৈরি।কুসংস্কার‌ এবং নিরক্ষরতা মিলে কি করতে পারে তার এক জ্বলন্ত উদাহরন। জায়গা জমির বিবাদকে  কেন্দ্র করে মদনের স্ত্রী একদিন মদনের ভাইদেরকে গালাগালি করে, পরদিনই মদনের এক ভাই অসুস্থ হয়ে মারা যায়। মদনের স্ত্রীর উপর "ডাইনি" নামের ছাপ্পা পরে। তার কিছুদিন পরেই মদনের ছোট ভাইয়ের ছেলে জ্বর হয়ে মারা যায়। গ্রামবাসীরা এই ঘটনার জন্য মদনের স্ত্রীকে দায়ী করে, আইন নিজেদের হাতে তুলে নেয় এবং "ডাইনি" অপবাদে তাকে হত্যা করে। এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমরা এখনও কত আদিম যুগ বসবাস করছি। "ডাইনি" প্রথায় নারীদেরকেই কেন বারবার বলি দেওয়া হয়ে থাকে? এই ভয়ঙ্কর সমাজের চাকায় পিষে যায় একটা অসহায় নারীর জীবন ও তার পরিবার।
অনেক সফল নাটকের নির্মাতা সঞ্জয় কর স্বল্প দৈঘ্যের ছবি নির্মাণেও সমান পারদর্শী তা এই ছবি না দেখলে বিশ্বাস করা কঠিন। মদনের চরিত্রে বিপ্লব ওরাং এবং ওনার স্ত্রীর চরিত্রে সুমিতা ভৌমিক খুবই ভাল অভিনয়ের ছাপ রেখে গিয়েছেন। এই ছবির সবচেয়ে ভাল দিক হল কোন অভিনেতার অভিনয় অতি নাটকীয় লাগেনি, ছিল ভীষনভাবে বাস্তবিক। চিত্রগ্রাহক চন্দ্রস্নাত করের কাজ প্রসংশার যোগ্য। আবহসংগীতে শুভদ্বীপ গুহ গল্পকে এগিয়ে নিয়ে যায়। কস্টিউম ও মেক আপ এ সুপ্রীতি ঘোষের কাজ ও ছিল ভাল। ছবিটির ডাবিং করেছেন প্রয়াত আরাধ্য আচার্য।
"ডাইনি" প্রথা মানুষের মনের কুসংস্কার থেকে তৈরী হওয়া একটা রোগ। যে রোগ আদিকাল থেকে আজ পর্যন্ত আমাদের সমাজের নারীদেরকে একে একে গ্ৰাস করে চলছে। সমাজের এই রূঢ় বাস্তবকে এই ছবির মাধ্যমে তুলে ধরেছেন সঞ্জয় কর ও তার টিম। এই "ডাইনি" প্রথাকে সারাতে নিশ্চিত ভাবে প্রয়োজনীয় আইন তৈরী করতে হবে এবং কুসংস্কারকে দূর করতে প্রয়োজনীয় শিক্ষার আলো বিস্তার করতে হবে। এই স্বল্প দৈঘ্যের ছবিটি ইউটিউবে চলছে, পরিবারের সকলকে নিয়ে অবশ্যই দেখবেন এবং আমাদের ত্রিপুরার শিল্পীদেরকে সাপোর্ট করবেন।