img

রথযাত্রা উপলক্ষে আগরতলায় ট্রাফিক নির্দেশিকা

২৬ জুন: রথযাত্রা উৎসব উপলক্ষে, ২৭ জুন, ২০২৫ তারিখে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত আগরতলার রাজপথে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। আগরতলার বিভিন্ন মন্দির কর্তৃক বেশ কয়েকটি শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে। সুষ্ঠু যানজট ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য, ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জারি করা হয়েছে নির্দেশিকা।
শোভাযাত্রার রুট:
*পূর্বাশা- ইসকন মন্দির (মঠ চৌমুহনী)- পুরাতন মোটরস্ট্যান্ড- কামান চৌমুহনী- পোষ্টঅফিস চৌমুহনী- নেতাজি চৌমুহনী- গান্ধীঘাট- প্যারাডাইস চৌমুহনী-  পোষ্টঅফিস চৌমুহনী- আরএমএস চৌমুহনী- ওরিয়েন্ট চৌমুহনী- রবীন্দ্রভবন- মহিলা কলেজ- বি.কে. রোড- লাল বাহাদুর ক্লাব- গণরাজ চৌমুহনী- পূর্বাশা।
*জগন্নাথ জিউ মন্দির-রবীন্দ্র ভবন- রাজ বাড়ি- তুলসীবতি স্কুল- কামান চৌমুহনী-  পোষ্টঅফিস চৌমুহনী - পুরাতন আরএমএস চৌমুহনী- দৈনিক সংবাদ- বি কে চৌমুহনী- রবীন্দ্রভবন চৌমুহনী-জগন্নাথ জিউ মন্দির।
*আশ্রম চৌমুহনী- কামার পুকুরপাড়- মোটরস্ট্যান্ড- চিত্তরঞ্জন- শিবনগর- কল্যাণী- আজাদ হিন্দ- প্রান্তিক ক্লাব- আশ্রম চৌমুহনী।
বিকল্প রুট:
1. এডি নগর-ফ্লাই-ওভার - ফায়ার সার্ভিস চৌমুহনী - কের চৌমুহনী - শংকর চৌমুহনী -দুর্গা চৌমুহনী-বড়জলা ক্রসিং - ভোলাগিরি ক্রসিং-আইএলএস/জিবি।
2. জিবি-ইন্দ্রনগর - ধলেশ্বর - মঠ চৌমুহনী - যোগেন্দ্রনগর - বাইপাস।
3. জিবি-আইএলএস-এসডিও চৌমুহনী - নন্দননগর - বণিক্য চৌমুহনী - খয়েরপুর।
যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা (প্রবেশ নিষিদ্ধ)
জগন্নাথ জিউ মন্দিরে থেকে রবীন্দ্রভবন ক্রসিং।
 রবীন্দ্রভবন ক্রসিংয়ের থেকে ওরিয়েন্ট চৌমুহনী।
  রবীন্দ্রভবন ক্রসিংয়ের থেকে লায়ন্স গেট।
 রবীন্দ্রভবন ক্রসিংয়ের থেকে বি.কে চৌমুহনী।
রবীন্দ্রভবন ক্রসিংয়ের থেকে বি.কে চৌমুহনী।
পূর্বাশার থেকে ওল্ড সেন্ট্রাল ক্রসিং।
পূর্বাশার থেকে মঠ চৌমুহনী
পূর্বাশার থেকে গণরাজ চৌমুহনী।
যানজট নিরসনের জন্য, যাত্রীদের উপরোক্ত বিকল্প রুটগুলি অনুসরণ করার জন্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।