
২৩ জুলাই: রতন থিয়াম,ভারতীয় থিয়েটারের অন্যতম শক্তিশালী ব্যক্তিত্ব, বুধবার ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতার সাথে লড়াই করছিলেন এবং ইম্ফলের রিমসে ভর্তি হন, ১.৩০এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যু ভারতীয় থিয়েটারে একটি যুগের অবসান ঘটিয়েছে।
তিনি দর্শন এবং কাব্যতত্ত্বকে একত্রিত করে ভারতীয় থিয়েটারের জন্য নতুন মানদণ্ড স্থাপন করেছিলেন এবং এভাবেই তিনি একটি নতুন ধরণের আখ্যান তৈরি করেছিলেন যা মণিপুরী সংস্কৃতি, ঐতিহ্যবাহী মেইতেই নন্দনতত্ত্ব এবং উত্তর-পূর্ব-ভারতীয় আধ্যাত্মিক দর্শনকে বিশ্ব মঞ্চে নিয়ে যায়।
কয়েক দশক ধরে অনেক মর্যাদাপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন। ভারতীয় থিয়েটারে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি 1987 সালে সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কারে ভূষিত হন। 1989 সালে, তিনি পদ্মশ্রী, ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভূষিত হন।
থিয়ামের ঝুলিতে থাকা আরও কয়েকটি উল্লেখযোগ্য পুরস্কার হল কালিদাস সম্মান (1997), জাতীয় সংহতির জন্য ইন্দিরা গান্ধী পুরস্কার (2008), সঙ্গীত নাটক আকাদেমি ফেলোশিপ (2012), ঠাকুর রত্ন (2012)।
বুধবার সকালে তাঁর প্রয়াণের খবর আসতেই শোকের ছায়া নেমে আসে রাজ্যের নাট্যজগতে।