img

১৭ আগস্ট আগরতলায় ইস্টবেঙ্গল মোহনবাগান লেজেন্ডস ডার্বি

 ১৩ আগষ্ট: ইস্টবেঙ্গল, মোহনবাগান এর ম্যাচ। বিশেষ করে তারকা ফুটবলারদের সমাবেশ ঘটবে উমাকান্ত মিনি স্টেডিয়ামে। লিজেন্ডস ডার্বি ফুটবল ম্যাচ। খেলা ১৭ আগস্ট। মূলতঃ এম এল সাহা মেমোরিয়াল লিজেন্ডস কাপ ফুটবল আসরে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের লড়াই উপভোগ করতে পারবেন রাজ্যের ফুটবলপ্রেমীরা। ‌ ইস্টবেঙ্গল ও মোহনবাগানের লিজেন্ড ফুটবলারদের নামের তালিকা ইতোমধ্যে ঘোষণা হয়েছে। খেলোয়াররা পৌঁছুবেন শুক্রবার অথবা শনিবার। ইস্টবেঙ্গল ক্লাবের লিজেন্ড ফুটবলাররা - শুভাশিস রায়চৌধুরী, সূর্য বিকাশ, সাফর সর্দার, সৌমিক দে, সুভাষ চক্রবর্তী, মেহতাব হোসেন, দীপঙ্কর রায়, ষষ্ঠী দুলে, অমিত দাস, মোঃ রফিক, আলভিটো ডি চুনহা, মাধব দাস, সুলে মুসা। কোচ মনোরঞ্জন ভট্টাচার্য। মোহনবাগান এর লিজেন্ড ফুটবলাররা- সংগ্রাম মুখার্জি, কিংশুক দেবনাথ, দীপক মন্ডল, স্নেহাশিস চক্রবর্তী, বিশ্বজিৎ সাহা, ডেনসন দেবদাস, জয়ন্ত সেন, সৈয়দ রহিম নবী, দুলাল বিশ্বাস, অসীম বিশ্বাস, হাবিবুর রহমান, লালাম পুইয়া পাছুয়া, আব্দুল সাদ্দিকী। কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। এদিকে এই ম্যাচ ঘিরে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে বীরেন্দ্র ক্লাবের সামনে টিএফএ টিকিট কাউন্টার খোলা হবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।