img

দলিপ ট্রফি: পূর্বাঞ্চল দলের ম্যানেজার পদে ত্রিপুরার মনীষ

২২ আগস্ট : ফের মিলে গেল আমাদের আগাম খবর। ৫ আগস্ট দ্যা ওয়েভ অব ত্রিপুরার খবরে দাবি করা হয়েছিল, দলীপ ট্রফিতে মণিশংকর মুড়াসিংকে বাদ দেওয়ায় রাজ্যের ক্রিকেট প্রেমীদের মনে যে ক্ষতের সৃষ্টি হয়েছে তাতে প্রলেপ দিতে রাজ্য থেকে একজন ম্যানেজার নিযুক্ত করা হবে। আর সেই খবরেই সীলমোহর দিল বিসিসিআই। ২০ আগস্ট এক চিঠিতে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের মনীষ ঘোষকে দলীপ ট্রফিতে পূর্বাঞ্চল দলের ম্যানেজার পদে নিযুক্ত করা হয়েছে। এর আগে রাজ্য দলের জুনিয়রদের পাশাপাশি রঞ্জি, বিজয় হাজারে এবং সৈয়দ মুস্তাক আলী ট্রফিতেও রাজ্যদলের ম্যানেজারের  দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে মনীষ ঘোষের ঝুলিতে। ঋদ্ধিমান সাহা নেতৃত্বাধীন ত্রিপুরা দলের সাথেও ছিলেন তিনি। বাংলা, আসাম, বিহার, ঝাড়খন্ডকে পেছনে ফেলে পূর্বাঞ্চল দলের ম্যানেজার হিসেবে টিসিএ টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মনীষ ঘোষের নিযুক্তিতে যারপরনাই খুশী টিসিএ। আগামী ২৫ আগস্ট ব্যাঙ্গালোরে পূর্বাঞ্চল দলের শিবিরে যোগ দেবেন তিনি। 
একই দিনে শিবিরে যোগ দেবেন দলীপে প্রথম ডাক পাওয়া রাজ্যের উদীয়মান ক্রিকেটার শ্রীদাম পালও।
ঈশান কিষানের নেতৃত্বে জাতীয় দলের মোহাম্মদ শামী, মুকেশ কুমার, আকাশ দীপ, রিয়ান পরাগ, অভিমন্যু ঈশ্বরণদের নিয়ে তারকা সমৃদ্ধ দল গঠন করেছিল পূর্বাঞ্চল। যদিও চোট সমস্যায় ছিটকে গিয়েছেন আকাশ দীপ। একই কারণে প্রথম ম্যাচে দলের বাইরে থাকতে হবে অধিনায়ককে। স্ট্যান্ড বাই থাকা আসামের মুক্তার হোসেন আকাশ দীপের জায়গায় যোগ দেবেন। কিন্তু পূর্বাঞ্চলের সর্বোচ্চ উইকেট শিকার করেও এবছর ব্রাত্য মণিশংকর মুড়াসিং। টিসিএর দাবি ৩০ ঊর্ধ্ব বয়সের কারণেই পারফরম্যান্স করা সত্ত্বেও দলে জায়গা দেওয়া হয়নি তাকে। এ বছর নাকি বিসিসিআই থেকে আগেই জানানো হয়েছিল ৩০ পেরিয়ে যাওয়া কোন ক্রিকেটারকে বিবেচনায় রাখা হবে না,ব্যতিক্রম হবে শুধু জাতীয় দলের ক্রিকেটারদের ক্ষেত্রে। 
কিন্তু দেখা গেছে পশ্চিমাঞ্চলে ধর্মেন্দ্র যাদেজা (৩৪.৩৬২ বছর) উত্তরাঞ্চলে অঙ্কিত কলসী (৩১.৩১৫ বছর) দক্ষিণাঞ্চলে মো. নিধীশ (৩৪.৮৩ বছর), মো. আজারউদ্দীন (৩১.১২৭ বছর) , তন্ময় অগরওয়াল (৩০.৮৫ বছর) , মধ্যাঞ্চলে শরন্স জৈন (৩২.১২৯ বছর), শুভম শর্মা (৩১.২২৬ বছর) [তথ্যসূত্র:ইএসপিএন] সুযোগ পেয়েছেন। আর তাতেই টিসিএ'র ভুমিকা নিয়ে প্রশ্ন তুলছেন ক্রিকেট অনুরাগী মহল। 
তার পরেও জাতীয় দলের তারকা ক্রিকেটারদের নিয়ে গড়া পূর্বাঞ্চল দলের এক জন সদস্য ও ম্যানেজার হিসেবে ত্রিপুরার দুই জনের অন্তর্ভুক্তি, আগামী দিনে রাজ্য ক্রিকেটের উন্নয়নে কাজে লাগুক চাইছেন রাজ্যের ক্রীড়া প্রেমীরা।