img

সাড়া জাগিয়ে সম্পন্ন হয়েছে জেআরসির ৩য় কর্পোরেট ক্রিকেট

২৪ আগস্ট: জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব আয়োজিত ৩য় কর্পোরেট টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে টি.এস.ই.সি.এল চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স ট্রফি পেয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। আজ, রবিবার দুপুরে আমতলী প্লে গ্রাউন্ডে দু-দিন ব্যাপী টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড তথা টিএসইসিএল ৮ উইকেটের ব্যবধানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তথা পিএনবিকে হারিয়ে চ্যাম্পিয়ন খেতাব পেয়েছে। প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পেয়েছে বিজয়ী দলের নির্জেশ দেববর্মা। এর আগে প্রথম সেমিফাইনালে টিএসইসিএল ১০ উইকেটের ব্যবধানে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক-কে এবং দ্বিতীয় সেমিফাইনালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ১৩ রানের ব্যবধানে ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাংক-কে পরাজিত করে ফাইনালে পরস্পরের মুখোমুখি হয়েছে। দুটি সেমিফাইনালে প্লেয়ার অফ দা ম্যাচের খেতাব পেয়েছেন যথাক্রমে মিঠুন ধর ও অঙ্কিত দাস। ফাইনাল ম্যাচের শেষে এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবর্গ ডিআইজি ক্রাইম ব্রাঞ্চ কৃষ্ণেন্দু চক্রবর্তী, স্কুল অফ সায়েন্সের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য, দূরদর্শন কেন্দ্র - আগরতলার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কুনাল সিন্ধে, নিউজ এডিটর সোহানা মুন্সী, শিল্পী অর্ণব চক্রবর্তী, জেআরসি-র সভাপতি সুপ্রভাত দেবনাথ  প্রমূখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এবারকার আসরে বেস্ট বোলার হিসেবে নির্জেশ দেববর্মা (টিএসইসিএল) , বেস্ট ব্যাটসম্যান মিঠুন ধর (টিএসইসিএল), বেস্ট ফিল্ডার অঙ্কিত দাস(পিএনবি)এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে মিঠুন ধর (টিএসইসিএল)কে পুরস্কৃত করা হয়েছে। সংক্ষিপ্ত বক্তৃতায় প্রত্যেক অতিথি উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করে এই উদ্যোগ নিয়মিত জারি রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে চ্যাম্পিয়ন ও রানার্স দলের প্রত্যেক খেলোয়ারকে পদক এবং উপস্থিত অতিথিদের শুভেচ্ছা স্মারকের পাশাপাশি আম্পায়ার বাপন হোসেন, অর্জুন দেববর্মা, স্কোরার গৌরব দাস, মনোজিৎ দাসের তত্ত্বাবধানে গড়ে ওঠা জুনিয়র ক্রিকেট টিমের প্রত্যেককে সংবর্ধিত করা হয়। ‌খেলা চলাকালীন সময়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, নাগেশ্বরী মিডিয়া গ্রুপের এমডি কামরাজ সরকার সহ অন্যান্য অতিথি প্রমূখ মাঠে উপস্থিত হয়ে খেলোয়াড়দের পাশাপাশি উদ্যোক্তাদের বেশ প্রশংসা করেন। জেআরসি-র পক্ষ থেকে তাঁদেরকেও সংবর্ধনা জানানো হয়। জেআরসি-র প্রত্যেক সদস্যদের অক্লান্ত পরিশ্রমে দারুন ভাবে টুর্নামেন্ট  সফলভাবে শেষ হয়েছে বলে সভাপতি সুপ্রভাত দেবনাথ এবং সচিব অভিষেক দে প্রত্যেকটি দলের খেলোয়াড়, আম্পায়ার, স্পন্সরর, গ্রাউন্ড স্টাফ সহ সংশ্লিষ্ট প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করেন।