
জয় শংকর ভট্টাচার্য
সম্মিলিত নাট্য প্রয়াস এর উদ্যোগে প্রতি মাসের ধারাবাহিক নাট্য মঞ্চায়ন অগাষ্ট মাসের দ্বিতীয় শনিবারের পরিবর্তে চতুর্থ শনিবার ২৩ শে আগস্ট অনুষ্ঠিত হয়। নারায়ণ গঙ্গোপাধ্যায় এর ছোট গল্প "নক্রো চরিত" অবলম্বনে রাঙামাটি নাট্যক্ষেত্র এর প্রযোজনা " বুমেরাং" । নাটকটির মঞ্চায়ন হয় মুক্তধারা প্রেক্ষাগৃহে। নাটক শুরু হওয়ার পূর্বে সদ্য প্রয়াত গুণী আলোক শিল্পী দুলাল দাস এর বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
নাটকের গল্পটা এই রকম - নিশিকান্তপুরের নিশিকান্ত কর্মকার গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি। ডাকাত দলের সাথে যোগসাজশে প্রচুর ডাকাতি করা সম্পদ নিজের করায়ত্ত করেন নিশিকান্ত। নিশিকান্ত প্রচুর চাল নিজের আড়তে জমিয়ে রাখে এবং অভাবের সময় দ্বিগুণ মূল্যে বিক্রি করতেন। পরিবারে আছেন নিশিকান্তের অল্প বয়সের স্ত্রী এবং এক কন্যা। স্থানীয় থানার ইব্রাহীম দারোগার প্রচ্ছন্ন মদতে নিশিকান্তের ব্যবসা ফুলে ফেঁপে উঠে। ইব্রাহীম দারোগা নিশিকান্তের স্ত্রী বিশাখার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পরে। এই দিকে নিশিকান্তের কন্যার বিবাহ স্থির হয়। পিতৃ স্নেহে নিশিকান্ত তার কন্যাকে সোনার গহনা পরিয়ে দেয়। বিবাহের পূর্বে কন্যা পাশের গ্রাম নিশ্চিন্তপুরে কাকার বাড়িতে বেড়াতে যাবার পথে সে ডাকাত দ্বারা আক্রান্ত হয়। ডাকাতরা তার হাতের গহনা খুলতে না পেরে তার হাত কেটে ফেলে। সেই গহনা সহ কাটা হাত এসে পৌঁছায় পিতা নিশিকান্তের কাছে। সে তখন বুঝতে পারে তাদের লোভের শিকার হয়েছে তার নিজের কন্যা। এই ভাবে তাদের লোভ এর কারণে কত প্রাণ অকালে চলে গেছে। কন্যা শোকে নিশিকান্ত বুঝতে পারলো পরের জন্য গর্ত খুঁড়লে নিজেই তার মধ্যে পড়তে হয়।
অতি সাধারণ একটি গল্প কিন্তু অসাধারণ একটি প্রযোজনা উপহার দেওয়ার প্রয়াস। দলগত প্রচেষ্টা অনেকাংশে সফল হয়েছে উপস্থিত দর্শকদের মুগ্ধ করতে।
নাটক প্রযোজনার ক্ষেত্রে নেপথ্যে রয়েছে, রচনা ও পরিচালনায় - উত্তম দাস। সফল প্রয়োগ করার জন্য সচেষ্ট ছিলেন। বেশ কিছু দৃশ্যাংশ প্রশংসার দাবিদার। আবহ - রিমি দেব নাট্যানুসারি। রূপসজ্জা - পীযূষ রায় চরিত্র অনুযায়ী রূপ দান করতে সক্ষম হয়েছেন। আলো প্রক্ষেপণে - সঞ্জয় দাসের কাজ মনে রাখার মতো। সার্বিক ব্যবস্থাপনায় - তন্ময় গোপ।
মঞ্চে (১) নিশিকান্ত কর্মকার - সুরজিৎ গোপ (২) বিশাখা - রিমি দেব (৩) ইব্রাহীম দারোগা - উত্তম দাস এই তিন জন বেশ উচ্চ মানের অভিনয় উপহার দিয়েছেন। বাকী অভিনেতা - অভিনেত্রীরা (৪) মদন ডাকাত - পঙ্কজ ভৌমিক (৫) যোগী ডাকাত - বুদ্ধদেব সাহা (৬) নিতাই ডাকাত - সাগর দেবনাথ (৭) নিশি কন্যা - সায়ন্তিকা সূত্রধর (৮) জমিদার - তুহিন ভট্টাচার্য ( ৯) জমিদার গিন্নি - শর্মিষ্ঠা দেবনাথ বৈদ্য চরিত্র অনুযায়ী অভিনয় করেছেন।
ছোটো একটি ভুল আমার চোখে ধরা পড়েছে। মঞ্চে আলো নিভে যাওয়ার পরও হারিকেন এর আলো জ্বলছিল। ভবিষ্যতে এই ব্যাপারে একটু নজর রাখলে ভালো হয়। নমস্কার।