
২৮ আগস্ট: বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দলীপ ট্রফির উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের মধ্যে কোয়ার্টার ফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পূর্বাঞ্চল দলের অধিনায়ক রিয়াল পরাগ। প্রথম দিন শেষে উত্তরাঞ্চলের স্কোর ৬ উইকেটে ৩০৮ রান। আয়ূষ বাদুনির অর্ধশতরান ও শেষ দিকে ময়ঙ্ক ডগরের ঝড়ো ব্যাটিংয়ে অনেকটা এগিয়ে রয়েছে উত্তরাঞ্চল। পূর্বাঞ্চলের হয়ে নামা জাতীয় পেসার মো: শামি ও মুকেশ কুমার এদিন তেমন জ্বলে উঠতে না পারলেও ঝাড়খন্ডের মনিষী ৩ উইকেট নিয়ে দলকে লড়াইয়ে রাখে।
এদিন পূর্বাঞ্চলের হয়ে দলীপে অভিষেক হয় রাজ্যের শ্রীদাম পালের।
দলের অধিনায়ক হিসেবে প্রথমে ঈষান কিসানের নাম ঘোষণা হলেও দুর্ঘটনায় আহত হয়ে ছিটকে পড়ে দল থেকে। পরবর্তী অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ দায়িত্ব নিলেও ম্যাচের আগের দিন থেকে জ্বরে আক্রান্ত হয়ে পড়েন তিনিও। ফলে দায়িত্ব বর্তায় আসামের রিয়ান পরাগের উপর।
দলের নিয়মিত ওপেনার ঈশ্বরণ ছিটকে যাওয়ায় বিরাট সিংয়ের সাথে ইনিংসের সূচনা করতে পারেন রাজ্যের শ্রীদাম।
২য় দিন বিপক্ষের ৪ উইকেট দ্রুত তুলে নেওয়ার লক্ষ্যে মোহম্মদ শামির নেতৃত্বে মাঠে নামবেন পূর্বাঞ্চলের বোলাররা। তবে জাতীয় দলের পেসারদের পাশাপাশি ৩য় ও ৪র্থ পেসার দাঁত বসাতে না পারায় প্রথম দিন টিম ম্যানেজমেন্ট মণিশংকর মুড়াসিংয়ের অভাব অনুভব করেছেন বলে মাঠেই ফিসফাস ছিল বলে খবর।