img

আইপিএল তালিকায় রাজ্যের মণিশংকর মুড়াসিং

০৯ ডিসেম্বর: মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬ নিলামের জন্য খেলোয়াড়দের তালিকায় আরও নয়টি নাম যুক্ত করেছে। মঙ্গলবারের আগে প্রকাশিত মূল তালিকায় ৩৫০ জন খেলোয়াড়ের নাম ছিল, যা এখন ৩৫৯ জন হয়েছে।
অন্তর্ভুক্ত খেলোয়াড়দের মধ্যে রয়েছেন ত্রিপুরার অলরাউন্ডার মণিশঙ্কর মুড়াসিং এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন খেলোয়াড় স্বস্তিক চিকারা। তালিকায় মালয়েশিয়ার খেলোয়াড় বীরনদীপ সিংকেও অন্তর্ভুক্ত করা হয়েছে, যিনি এই নিলামে সহযোগী দেশ থেকে একমাত্র খেলোয়াড়।
অন্য ছয়জনের নাম হল: চামা মিলিন্দ,
হায়দ্রাবাদ, কর্ণাটকের কে.এল. শ্রীজিত, দক্ষিণ আফ্রিকার ইথান বোশ, অস্ট্রেলিয়ার ক্রিস গ্রিন, উত্তরাখণ্ডের রাহুল রাজ নামালা এবং ঝাড়খণ্ডের বিরাট সিং।
নিলামে মোট ১৩৯০ জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করেছিল, যার মধ্যে ৩৫৯ জন খেলোয়াড়কে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হয়েছিল। ফ্র্যাঞ্চাইজিগুলি মোট ৭৭টি স্লটের জন্য প্রতিযোগিতা করবে, যার মধ্যে বিদেশী খেলোয়াড়দের জন্য সংরক্ষিত ৩১টি স্লট রয়েছে। কিন্তু মণিশংকর'র নাম ছিল না। নিলামের জন্য দেশ এবং বিদেশের ১৩৯০ জন ক্রিকেটার নাম নথিভুক্ত করেছিল। বিশেষজ্ঞরা মনে করছেন যে, কর্ণাটকের মতো প্রথম সারির দলের বিরুদ্ধে মণিশংকর'র ৩৫ বলে ৬৯ রান বিসিসিআই'র চোখ খুলে দিয়েছে। যতদূর খবর, তিনটি ফ্র্যাঞ্চাইজি নাকি মণিশংকর'র নাম নিলাম তালিকায় রাখার অনুরোধ জানিয়েছিল। ২০০৮ সাল থেকে আইপিএল শুরু হলেও এখনও পর্যন্ত ত্রিপুরার কোন ভূমিপুত্র আইপিএল-এ খেলার সুযোগ পায়নি। রাজ্যের সেরা ক্রিকেটার মণিশংকর'র সামনে এবার একটা অনবদ্য সুযোগ এসেছে। ক্রিকেটপ্রেমীরা আশাবাদী যে, মণিশংকর এবার দল পাবে। শুধু স্থানীয় বিশেষজ্ঞরাই নয়, জাতীয় স্তরেও এখন উচ্চ প্রশংসিত হচ্ছে মণিশংকর। প্রশ্ন উঠছেছে যে, কেন মণিশংকর আইপিএল-এ দল পায় না? এই বছর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ২৭৭ রান করেছে মণিশংকর। গড় ৪৬.১৬। স্ট্রাইক রেট রীতিমতো ঈর্ষণীয় (১৭২.০৪)। উইকেট নিয়েছে ৬টি। ওভার প্রতি রান দিয়েছে ৭.৬। আরও উল্লেখযোগ্য বিষয় হলো, সৈয়দ মুস্তাক আলি ট্রফির গ্রুপ পর্যায়ে ২১টি ওভার বাউন্ডারি মেরেছে মণিশংকর। এক্ষেত্রে তার চাইতে এগিয়ে আছে শুধু জাতীয় দলের এক নম্বর ওপেনার অভিষেক শর্মা। বলা যায়, সৈয়দ মুস্তাক আলি ট্রফির পারফরম্যান্সই মণিশংকর'কে আইপিএল নিলামের তালিকায় স্থান করে দিয়েছে। আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে আইপিএল'র নিলাম পর্ব অনুষ্ঠিত হবে। রাজ্যের ক্রিকেটপ্রেমীরা আশায় বুক বাঁধছে।