img

প্লেট চ্যাম্পিয়ন হয়ে এলিটের ছাড়পত্র পেয়েছে অনুর্দ্ধ ১৯এর মেয়েরা

২৩ ডিসেম্বর:  অনূর্ধ্ব ১৯ মহিলাদের ক্রিকেটে প্লেট গ্রুপের খেলায় ত্রিপুরা দল চ্যাম্পিয়ন খেতাব অর্জন করেছে। এর সৌজন্যে ত্রিপুরা দল আগামী মরশুমে এলিট গ্রুপে খেলার ছাড়পত্র অর্জন করেছে। বিসিসিআই আয়োজিত মহিলাদের অনূর্ধ্ব ১৯ এক দিবসীয় ট্রফি প্লেট গ্রুপের ফাইনাল ম্যাচে ত্রিপুরা দল মঙ্গলবার চার উইকেটের ব্যবধানে মিজোরামকে পরাজিত করে চ্যাম্পিয়ন খেতাব অর্জন করে। আজ, নাগপুরের লেডি অমৃত বাঈ দাগা কলেজ গ্রাউন্ডে ফাইনাল ম্যাচের শুরুতে টস জিতে মিজোরাম প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত পঞ্চাশ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে জেচিন্তার অপরাজিত ৫২ রান এবং ওপেনার রুয়াতপুইয়ের ৪৫ রান উল্লেখযোগ্য ছিল। ত্রিপুরা দলের বোলার পারমিতা চক্রবর্তী তিনটি উইকেট তুলে নেয় ২৯ রানের বিনিময়ে। এছাড়া, অন্তরানী নোয়াতিয়া পেয়েছে একটি উইকেট। পাল্টা ব্যাট করতে নেমে ত্রিপুরা দলের অধিনায়ক অস্মিতা দেবনাথ অনবদ্য ব্যাটিং পারফরম্যান্স করে অপরাজিত ভূমিকায় দলকে জয় এনে দেয়। সঙ্গে এঞ্জেল পালের ৩৩ রানও উল্লেখ করার মতো। ‌ অস্মিতা ৯৪ বল খেলে ৯টি বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ভূমিকায় ৬৫ রান সংগ্রহ করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছায়। দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সের সুবাদে অস্মিতা প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পেয়েছে।