img

ঝাড়খণ্ডের বিরুদ্ধে বড় জয় দিয়ে বিজয় হাজারে অভিযান শেষ করে ত্রিপুরা

৮ জানুয়ারি: মহেন্দ্র সিং ধোনির রাজ্য , এ বছরের সৈয়দ মুস্তাক ট্রফি চ্যাম্পিয়ন ঝাড়খন্ডকে নিয়ে একপ্রকার ছেলেখেলা করে বিজয় হাজারে ট্রফি অভিযান শেষ করে ত্রিপুরা।পন্ডিচেরী,রাজস্থানের পর শেষ ম্যাচে শক্তিশালী ঝাড়খন্ডকে ১৯৭ রানের ব্যবধানে হারায় মণিশংকর বাহিনী। মূল পর্বে খেলার সুযোগ অধরা থাকলেও গ্রুপ লিগে অন্তিম রাউন্ডের খেলায় ১৯৭ রানের এই জয়। দ্বিতীয় ম্যাচে পন্ডিচেরিকে সাত উইকেটে এবং তৃতীয় খেলায় রাজস্থানকে ৬৬ রানে হারানোর পর সপ্তম তথা অন্তিম ম্যাচে ঝাড়খন্ডকে হারিয়ে ত্রিপুরা শিবিরে অনেকটাই স্বস্তির বাতাবরণ বইছে। আমেদাবাদে গুজরাট কলেজ ক্রিকেট গ্রাউন্ডে সকালে ম্যাচ শুরুতে টস জিতে ত্রিপুরা দলের অধিনায়ক মণিশংকর মুড়াসিং প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। প্রথম ওভারে রানের খাতা খোলার আগেই জোড়া ধাক্কা ত্রিপুরা শিবিরে। ৫ম ওভারে ২০ রানে ৩য় উইকেটের পতনে কাঁদে পড়ে দল। সেখান থেকে শ্রীদাম-রজত জুটি (২৫৮ রান) স্বপ্নের ইনিংস উপহার দেন।  শ্রীদাম পালের দুর্দান্ত ১৫০ রান এবং রজত দে-র ১০২ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ত্রিপুরা দল ৩২০ রানে ইনিংস শেষ করে। শ্রীদাম ১৩৪ বল খেলে ১৩ টি বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১৫০ রান পায়। রজতের ব্যাটে ১০২ রান আসে ১১৫ বল খেলে ১৩ টি বাউন্ডারি সহযোগে। ঝাড়খণ্ডের সুশান্ত মিশ্র একাই ছয়টি উইকেট পায় ৫২ রানের বিনিময়ে। জবাবে ব্যাট করতে নেমে ঝাড়খন্ড ৩১.১ ওভার খেলে ১২৩ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে মনীষী সর্বাধিক ৪০ রান করে। ত্রিপুরার অভিজিৎ সরকার ৪০ রানে চারটি উইকেট তুলে নিয়ে কোমড় ভেঙে দেয় বিপক্ষের। এছাড়া, অজয় সরকার ২৩ রানে এবং স্বপ্নীল সিং ২৮ রানে দুটি করে উইকেট পেয়েছে। দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সের সৌজন্যে শ্রীদাম পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।