
১২ জানুয়ারি: ৯ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত ওড়িষ্যার ভুবনেশ্বরে গোটা ভারতবর্ষের প্রায় প্রত্যেকটি রাজ্যের দন্ত চিকিৎসকদের নিয়ে আয়োজিত ক্রীড়া সামিটে প্রায় তিনশত প্রতিযোগী অংশ গ্রহণ করেন। ত্রিপুরা থেকে পাঁচজন অংশ গ্রহণ করেন এই প্রতিযোগিতায়। পাঁচটি স্বর্ণপদক ও পাঁচটি রৌপ্যপদক পেয়ে গোটা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা প্রথম স্থান অর্জন করে। টেবিল টেনিসে বিভিন্ন ক্যাটাগরিতে ডাঃ দীপ দত্ত, ডাঃ দিব্যেন্দু দাম চৌধুরী, ডাঃ প্রসেনজিৎ ঘোষ দস্তিদার দুটি স্বর্ণপদক পেয়েছে। পাশাপাশি ডাঃ শান্তনু দাসগুপ্ত এবং ডাঃ রণবীর রায় মিলে আরও পাঁচটি রৌপ্য পদক পেয়েছেন।
ক্যারম- এ গোটা ভারতবর্ষে ডাঃ রণবীর রায় সিঙ্গেলস এবং ডাবলসে ডাঃ দীপ দত্তকে নিয়ে স্বর্ণপদক পেয়েছেন।
মিক্সড ডাবলসেও ডাঃ রণবীর রায় স্বর্ণপদক পেয়েছেন।
অনুষ্ঠান শেষে IDA এর সম্পাদক ডাঃ অশোক ধোবলে, সভাপতি ডাঃ শুভ্র নন্দী এবং মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক যিনি নিজেও একজন দন্ত চিকিৎসক ডাঃ উন্মেষ বিজয়ীদের হাতে পদক তুলে দিয়েছেন।
ডাঃ রণবীর রায় জানিয়েছেন,"আমাদের এই প্রাপ্তি রাজ্যের প্রত্যেকজন দন্ত চিকিৎসকদের উদ্দ্যেশে উৎসর্গ করছি। গত ছয় মাস আমরা সবাই অক্লান্ত পরিশ্রম করেছি। নিজেদের একত্রিত করে রোজ প্র্যাকটিস করেছি। প্রত্যেক মুহূর্তে স্বপ্ন দেখেছি নিজের রাজ্যকে গোটা ভারতের কাছে তুলে ধরতে।"
রাজ্যদলের প্রতিনিধিত্বকারী পাঁচ দন্ত চিকিৎসকের সাফল্যে চিকিৎসকদের পাশাপাশি খুশির ছোঁয়া সাধারণ মহলেও।