img

ঢাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫০০০ দোকান

০৫ এপ্রিল: রমজান মাসে ঈদের আনন্দ পুড়ে ছাই হয়ে গেল বাংলাদেশে। ভষ্মিভূত ৫ হাজার দোকান । ৬ ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। জানা গেছে, বঙ্গবাজার মার্কেটের দোতালা থেকে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন লাগার কারণ  জানা যায়নি। 
স্থানীয়রা জানান, এই দুর্ঘটনা ব্যবসায়ীদের পথে নামিয়ে দিয়েছে। ইদের বাজার সবে শুরু হয়েছিল। ঠিক সেই মুহূর্তে এই ভয়াবহ আগুনে তাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল। ইতিমধ্যে সেখানের কয়েকশো দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে । সেখানে পোশাকসহ আরও অনেক পণ্য ছিল । এদিকে, আগুন লাগার পরে তা নিয়ন্ত্রণে আনতে কাজে লাগানো হয়েছে সেনা, নৌবাহিনী এবং বিমানবাহিনীর হেলিকপ্টারকেও। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ভেঙে পড়ে ওই মার্কেটের বিভিন্ন অংশ। 
আগুন লাগার পরেই তা ছড়িয়ে পরে এনেক্সকো টাওয়ারে । বঙ্গবাজারের সামনের রাস্তাতেও আগুন ছড়িয়ে পড়ে। বঙ্গবাজারে টিনশেড মার্কেটটি পুরোটা পুড়ে ছাই হয়ে গেছে।